সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২৩
১০:৪৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২৩
১১:৩৮ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের সঙ্গে শেষ দিনে নগরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে নগরের বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহানগর বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, যুবদল সিলেট জেলার সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু,, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়েব আহমদসহ দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিলটি কাজিটুলা থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নয়াসড়কে এসে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘সরকারের পদত্যাগসহ এক দফাদাবি আদায়ে আমাদের আন্দোলন চলবে। দাবিপূরণ না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।’