সিলেটে মহাসড়কে আগুন জ্বালিয়ে স্বেচ্ছাসেবক দলের পিকেটিং

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০২, ২০২৩
০৩:৫৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২৩
০৪:০৮ অপরাহ্ন



সিলেটে মহাসড়কে আগুন জ্বালিয়ে স্বেচ্ছাসেবক দলের পিকেটিং


বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের সঙ্গে শেষ দিনে কর্মসূচির সমর্থনে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে রাস্তায় গাছের ডাল ফেলে আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সুনামগঞ্জ বাইপাসের কামাল বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে তারা।

এসময় উপ‌স্থিত ছি‌লেন স্বেচ্ছাসেবক দল সি‌লেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব,সদস‍্য সচিব আফসর খান,যূগ্ম আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল,আজিজ খান সজীব সহ শতাধিক নেতাকর্মী।

এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘এক দফা দাবিতে আমাদের চলমান আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায়। মানুষের অধিকার আদায়ের এ আন্দোলন চলবে।’ 

এদিকে টানা অবরোধের শেষ দিনে আজও সিলেট নগরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নগরের ভেতরে যান চলাচল একেবারে কম। মহাসড়কও অনেকটা সুনশান। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সকাল থেকে চলতে শুরু করেছে। তবে ট্রেন যথাসময়ে সিলেট ছেড়ে গন্তব্যে রওয়ানা হয়েছে।

এএফ/০৫