সিলেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০২, ২০২৩
০৩:৩৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২৩
০৩:৩৮ অপরাহ্ন



সিলেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধার


সিলেট নগরের মেন্দিবাগ এলাকার হোটেল আল সালিমের একটি কক্ষ থেকে নিপুন বাবু (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে তারা গিয়ে লাশটি উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। 

তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন। 

বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি আলী মাহমুদ।  


এএফ/০৪