প্রবীণ রাজনীতিক এস এম মুছব্বির মারা গেছেন

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২৩
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২৩
০১:৫৩ পূর্বাহ্ন



প্রবীণ রাজনীতিক এস এম মুছব্বির মারা গেছেন


প্রবীণ রাজনীতিক গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুছব্বির ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে নগরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার (১ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় নগরের জামেয়া ইসলামিয়া খাসদবীর মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জোহর বেলা দুইটায় শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর মাদ্রাসা প্রাঙ্গনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে বক্তব্যে দেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্যপদ প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফারুক আহমেদ মিছবাহ।

জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ উদ্দিন সহ গণমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লী শরীক হোন। 



এফএ-০১/এএফ-১৭