দক্ষিণ সুরমার লালাবাজার যুবদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২৩
১০:১১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৩
১১:০০ অপরাহ্ন



দক্ষিণ সুরমার লালাবাজার যুবদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী আলিনগর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যুবদল ও ছাত্রলীগের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আলিনগর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যুবদল হরতালের পক্ষে একটি মিছিল নিয়ে বের হয়।  এসময় দক্ষিণ সুরমা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী যুবদলকে ধাওয়া দেয়। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, যুবদল একটি মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়।  আমরা খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। 


এএফ/১৪