সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২৩
০৭:০০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২৩
০৭:৩৩ অপরাহ্ন
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস মৌলভীবাজার জেলার লাউয়াছড়া বনের ভেতর বিকল হয়ে আটকা পড়ে। এ সময় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ট্রেনটি যাত্রী নিয়ে কোনোমতে পুনরায় শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট রেল রুটে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৩৯ আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে সিলেট অভিমুখে যাত্রা করে। উপবন ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করে রাত আড়াইটায় লাউয়াছড়া বনের ভেতরে ঢোকার পর ইঞ্জিন ফেল করে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে কোনোমতে পুনরায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘ট্রেনটির ইঞ্জিন পুরাতন থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং পাহাড়ের উঁচুতে উঠতে না পারায় ইঞ্জিন ফেল করে। পরে ট্রেনটি কোনোরকম পেছনের দিকে শ্রীমঙ্গল স্টেশনে আসে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে রাত ৪টায় ওই যাত্রীদের তুলে দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, হয়তো শিগগিরই আন্ত:নগর ট্রেনগুলোতে নতুন ইঞ্জিন সংযোজন করা হবে।’
বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সিলেট ঢাকা রেলপথে ট্রেনের নতুন বগি সংযোজন করলেও ট্রেনের নতুন ইঞ্জিন সংযোজন করা হয়নি। ফলে ওই রুটে আন্ত:নগর ট্রেনগুলোর পুরাতন ইঞ্জিন থাকায় যেখানে সেখানে বিকল হয়ে পড়ে। এতে আন্ত:নগর ট্রেনগুলোর যাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এএফ/০৭