হরতালে রাস্তায় টায়ার জ্বালিয়ে স্বেচ্ছাসেবক দলের পিকেটিং

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২৩
০৪:০৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৩
০৮:৩১ অপরাহ্ন



হরতালে রাস্তায় টায়ার জ্বালিয়ে স্বেচ্ছাসেবক দলের পিকেটিং


বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার সিলেটে  পিকেটিং করতে গিয়ে পুলিশের ধাওয়ায় যুবদল নেতা জিলু আহমদ নিহতের ঘটনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে নগরের সুবিদবাজার লাভলী রোডের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের নেতাকর্মীরা। এসময় তারা সরকারের পদত্যাগের দাবিসহ নানা স্লোগান দিতে থাকেন। 

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের দক্ষিণ ‍সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে পিকেটিং করছিল সিলেট জেলা যুবদল। এক পর্যায়ে পুলিশ অবরোধ সমর্থকদের ধাওয়া করে। এসময় দ্রুত মোটরসাইকেলে পালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান যুবদল নেতা জিলু আহমদ ওরফে দিলু মিয়া জিলু। পুলিশ এ ঘটনাকে দুর্ঘটনা মৃত্যু বললেও বিএনপি তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছে।

জিলু মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় সিলেট জেলা ও মহামহানগর যুব দল। পরে জেলা বিএনপি এই কর্মসূচিকে সমর্থন জানায়। ফলে অবরোধের পাশাপাশি হরতালের কবলে পড়েছেন সিলেট বিভাগের মানুষ।


এএফ/০২