সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২৩
০৪:৫৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২৩
০৫:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশ জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তরা বলেছেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদ জনতার শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে।’ এসময় তারা জাতীয় ঐক্য গড়ে তোলা ও পাতানো নির্বাচন বন্ধের দাবি জানান।
বাংলাদেশ জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সিলেট নগরের চৌহাট্টায় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমদ।
বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছয়ফুল আলম, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে জাসদ জনতার শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে।’ এ লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং পাতানো নির্বাচন বন্ধের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ‘দেশে আজ গণতন্ত্র বিপন্ন। মানুষের মৌলিক অধিকার নেই। লুটেরা-দুবৃত্তরা জাতিকে শোষন করছে। এ অবস্থা থেকে উত্তরণে জনতার ঐক্যের বিকল্প নেই।’
তারা সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনেরও দাবি জানান।
এএফ/১৬