যুবদল নেতা জিলু নিহতের ঘটনায় ফয়সল চৌধুরীর নিন্দা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২৩
০২:৩০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৩
০২:৩০ পূর্বাহ্ন



যুবদল নেতা জিলু নিহতের ঘটনায় ফয়সল চৌধুরীর নিন্দা


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপি মনোনীত সাবেক সংসদসদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

 তিনি নিন্দা জানানোর পাশাপাশি নিহত যুবদল নেতা জিলুর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরদ্বারের জন্য মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন-সংগ্রাম করছে। যে জিলু আজ নিহত হয়েছেন তিনিও সকাল বেলা জনগণের দাবী আদার করতেই রাজপথে নেমেছিলেন। বিকেলে তাঁকে লাশ হয়ে ঘরে ফিরতে হয়েছে। এভাবে তো একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার বিকল্প নেই।’

 তিনি আরও বলেন, ‘যুবদল নেতা জিলু আহমদ  দিলু আজীবন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে শহীদ জিলুর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’


এএফ/১১