সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ৩১, ২০২৩
১১:১৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৩
১২:০৭ পূর্বাহ্ন



সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল


বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে সিলেটে  পিকেটিং করতে গিয়ে পুলিশের ধাওয়ায় যুবদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনাকে প্রতিবাদে সিলেটে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ হরতালের ডাক দেওয়া হয়। সন্ধ্যায় হরতালের সমর্থনে জিন্দাবাজার এলাকায় মিছিলও করে যুবদল।

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন।

হরতালের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘পুলিশ হেফাজতে যুবদল কর্মী জিল্লুর রহমান নিহতের জেরে যুবদল বুধবার সিলেটে হরতাল ডেকেছে। আমরা এতে নৈতিক সমর্থন জানিয়েছি। ‘

হরতালের পাশপাশি বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচীও চলমান থাকবে বলে তিনি জানান।

 এর আগে আজ সকালে সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আহত হন যুবদল কর্মী জিল্লুর রহমান  (৪০)। পরে  বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার প্রতিবাদে জিলুর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরের তাঁতীপাড়া থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। ওই সমাবেশ থেকেআগামীকাল বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।

 সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, ‘আমাদের দলের নেতা দিলু আহমদ জিলুকে পুলিশ গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে আমরা সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।’


এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন: সিলেটে পুলিশের ধাওয়ায় যুবদল নেতা নিহত


বিএনপি ও যুবদলের দাবি, পুলিশের গাড়ির ধাক্কায় জিলু মোটরসাইকেল থেকে ছিটকে গাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। আহত হওয়ার পর জিল্লুরকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়।

তবে পুলিশ এ দাবি সত্য নয় বলে জানিয়েছেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেছেন, ‘দুস্কৃতিকারীরা পিকেটিং করছিল। সেসময় ওরা দুইজন মোটরসাইকেলে আসছিল। পুলিশের গাড়ি দেখে তারা দ্রুত উল্টা দিকে ঘুরতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পুলিশের গাড়ির সঙ্গে লাগেনি।’

নিহত জিলু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরী এলাকার এলাই মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।


এএফ/০৮