নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৩
০৫:১৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২৩
০১:০৩ পূর্বাহ্ন
-ফাইল ছবি
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সিলেট থেকে দূর গন্তব্যে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সিলেট হতে শিডিউলমতো ছেড়ে গেছে সকল ট্রেন। ফলে রেল স্টেশনে বেড়েছে মানুষের ভিড়। তবে নগরে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সামান্য পরিমাণে চলতে দেখা গেছে।
দূরপাল্লার বাস চলাচল না করার বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, ‘যাত্রী নেই তাই সিলেটে কোনো বাস চলছে না। তছাড়া পথে বের হলে গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই পরিবহণ শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে চাচ্ছেন না।’
সিলেট থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি সিলেট মিররকে বলেন, ‘সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক দিনের মতো যথাসময়ে সিলেট থেকে ছেড়ে গেছে ট্রেন।‘ তবে যাত্রীর চাপ সাধারণ দিনের তুলনায় বেশি জানিয়ে তিনি বলেন, আজ ট্রেনে যাত্রীর চাপ একটু বেশি। হয়তো চাস চলছে না এজন্য এমন হয়েছে।’
এএফ/০৬