অবরোধে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে খোলা হলো ‘কন্ট্রোল রুম’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩১, ২০২৩
০৪:৩৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২৩
১০:৪৯ অপরাহ্ন



অবরোধে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে খোলা হলো ‘কন্ট্রোল রুম’


তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি-জামায়াত। সোমবার দিবাগত ১২টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথ বন্ধ করে রাখার ঘোষণা দিয়েছে অবরোধকারী। 

উদ্ভূত পরিস্থিতিতে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষার সমন্বয়ের লক্ষ্যে এই তিন দিনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে কনট্রোল রুম খোলা হয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা দেখা দিলে হলে বা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো মতামত থাকলে এই তিন দিন কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

কন্ট্রোল রুমের ফোন নাম্বার হচ্ছে- ০১৯৭৯ ০৬৭৪৫৪।


এএফ/০৪