সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩
০৪:১১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২৩
০৪:২৫ অপরাহ্ন
বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধ সমর্থকেরা ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটিতে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে সিলেট-ঢাকা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এ সময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।
তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।
এছাড়া দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।
এদিকে আজ সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে অভ্যন্তরীণ রুটে কিছু যান চলাচল করলেও যাত্রী ছিল খুবই কম। এ ছাড়া নগরে সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ যানবাহনের সীমিত চলাচল ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ১০ থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরে একদল লোক এসে বাসে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা একটি টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী বলেন, আজ সকাল আটটার দিকে দক্ষিণ সুরমায় একটি বাসে ভাঙচুর চালান অবরোধকারীরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা চলে যান। তবে মানুষজনের চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ সড়কে সক্রিয় আছে।
এদিকে সকাল সাড়ে আটটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি অতিরবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় পিকেটাররা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
এএফ/০৩