সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩
০৩:৫৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২৩
০৩:৫৪ পূর্বাহ্ন
বিএনপির ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে সিলেট নগরে মোটরসাইকেলে প্রচার মিছিল করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
আজ সোমবার (৩০ অক্টোবর) রাতে এই মিছিল বের করা হয়।
মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে প্রচার মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, রুনু আহমদ, আজিজ খান সজীব, সদস্য বেলাল আহমদ, মিছবাহ আহমদ, জেহীনসহ সিনিয়র নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন ও সফল করার আহবান জানান।
এএফ/২২