সারা দেশে মধ্যরাত থেকে বিজিবি মোতায়েন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩১, ২০২৩
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২৩
০১:৩৫ পূর্বাহ্ন



সারা দেশে মধ্যরাত থেকে বিজিবি মোতায়েন

- ফাইল ছবি


বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচিকে ঘিরে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় আজ সোমবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সারা দেশে একযোগে টহল শুরু করবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আজ মধ্যরাত থেকে দেশের সব মহাসড়ক ও রাজধানীতে টহল দেবে। 

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি চলাকালে নিরাপত্তার কাজ করবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’স্থানীয় প্রশাসনের চাহিদার আলোকে মোতায়েনের জন্য পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন প্রস্তুত আছে। তারা সোমবার মধ্যরাত থেকে দেশের সবগুলো মহাসড়ক ও রাজধানীর অভ্যন্তরে টহল দেবে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদার আলোকে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।’ 

এর আগে শনিবারের মহাসমাবেশ ও রবিবারের হরতালের দিন রাজধানীতে বিজিবি মোতায়েন ছিল। 


এএফ/১৬