শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন ড. মামুন

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২৩
১০:০০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
১০:০১ অপরাহ্ন



শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন ড. মামুন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

আজ সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেস এর ডিন হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. কামরুল ইসলাম এর মেয়াদ ২৮ অক্টোবর পূর্ণ হয়েছে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আইনের ২৮(৫) ও ২৮(৬) ধারানুসারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুনকে পরবর্তী ২(দুই) বছরের জন্য ডিন হিসেবে নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।


এইচএন-০১/এএফ-১৩