নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
০৮:২০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
০৮:২১ অপরাহ্ন
ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে সিলেট বিএনপির তিন নেতাকে।
তারা হলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।
ঢাকায় সহিংসতার ঘটনায় সিলেটের তিন নেতাকে আসামি করার বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, ‘তিন জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই, হামলা-মামলা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ঠেকানো যাবে না।’
এএফ/০৪