নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
০৬:৪৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
০৮:২৮ অপরাহ্ন
বিএনপি ও জামায়াতের দেশব্যাপী ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট মহানগর পুলিশের ৪ থানায় ৫টি মামলা হয়েছে। এসময় মামলায় বিএনপি-জামায়াতের ৬৯ জনের নাম উল্লেখসহ প্রায় সাড়ে ৫০০ জনকে আসামি করে হয়েছে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, হরতালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসএমপির ৪ থানায় পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ২টি, বিমানবন্দর, জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় একটি করে মামলা হয়েছে। পাঁচ মামলার মধ্যে ৩টির বাদী পুলিশ এবং ২টির বাদী ভুক্তভোগী দুই ব্যক্তি। এসব মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করাসহ আরো ৪৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
সিলেটের কোতোয়ালী থানায় করা দুটি মামলায় আসামি করা হয়েছে দেড়’শ করে অজ্ঞাত করে ৩০০ জনকে আসামি করা হয়েছে। দুটি-ই নাশকতার মামলা।
রবিবার হরতালের সময় আটক বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, নগরের খাসদবীর এলাকার শেখ আব্দুল্লাহ হানিফের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ শরীফ (৩০), তরঙ্গ মজুমদারী এলাকার বাসিন্দা মৃত মনফর আলীর ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আলী ইসলাম (৪০), নগরের কাজলশাহ এলাকার নবাব রোডের সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম (২১), দক্ষিণ সুরমার বরইকান্দির সেরু মিয়ার ছেলে নাহিম আহমদ (২০), একই এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে ওয়াহেদুল ইসলাম শহিদ (২৪), সুনামগঞ্জ জেলার আমবাড়ি এলাকার মো. আব্দুর রউফের ছেলে ইমরান আহমদ (২২), একই জেলার দোয়ারাবাজার উপজেলার কান্ডারগাওয়ের নুরু উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৭)।
আজ (সোমবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এএফ/০২