সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩
০৫:২৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
০৫:২৫ অপরাহ্ন
এমপাওয়ারমেন্ট থ্রো ল’ অব দ্য কমন পিপল (এলকপ) আয়োজিত ‘২২তম হিউম্যান রাইটস্ সামার স্কুল কর্মশালায়’ অংশগ্রহণ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী শ্রাবন্তী পাল শৈলী ও সারোয়ার মিয়া।
গত ১৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জের কৈট্টাতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. মিজানুর রহমান। এতে দেশ-বিদেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের আইনের ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শ্রাবন্তী পাল শৈলী ও সারোয়ার মিয়া।
এবার কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশসহ জাতিসংঘ, ভারত, ইরান ও নেপাল থেকে আগত আইনের অভিজ্ঞ অধ্যাপক ও প্রতিনিধিবৃন্দ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অন্যদিকে সমাপনীতে প্রধান অতিথি ছিলেন ভারতের অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামি। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলকপের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান এবং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলকপের পরিচালক ড. মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক ব্যারিস্টার তাপস কান্তি বাউল, প্রশিক্ষক ইফতেখার মাহমুদ-সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান-সহ বিচারকগণ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
আরসি-০১