নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
০৫:৪৪ অপরাহ্ন
সিলেটে আম্বরখানা এলাকায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বোরহান উদ্দিন (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন।
আজ রবিবার রাত নয়টার দিকে সিলেট নগরের মজুমদারী এলাকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে।
নিহত বোরহান সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা আম্বরখানা ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের গ্রামের মৃত হজরত উল্লাহর ছেলে।
জানা গেছে, এএসআই বোরহান উদ্দিন আজ কাজ শেষ করে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থল আম্বরখানা ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি মজমুদারী এলাকায় ফাঁড়ির কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত বোরহানকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, রবিবার রাতে কাজ শেষে ফাঁড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় বোরহান একাই ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অটোরিকশার চালক আহত হননি। তাঁকে আপাতত আটক করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএফ/১৭