শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৩
১১:২৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২৩
১১:২৫ অপরাহ্ন
দেশের যে কোন অস্বাভাবিক পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।
আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, দেশের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে এখন থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেশনজট এড়াতে এবং সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার লক্ষ্য অনলাইনে ক্লাস কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, বিভাগের ক্লাসগুলো অনলাইনে হলেও পরীক্ষাগুলো সরাসরি অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিভাগের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে সমন্বয় করতে পারবেন। এছাড়া যেসব বিভাগে ব্যবহারিক ক্লাস আছে তা পরবর্তীতে সশরীরে নেওয়া হবে বলে জানান তিনি।
এইচএন-০১/এএফ-১২