স্বেচ্ছাসেবক দল সভাপতি জিলানীর উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২৩
১০:০৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২৩
১০:১৫ অপরাহ্ন



স্বেচ্ছাসেবক দল সভাপতি জিলানীর উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
# মির্জা ফখরুলের মুক্তির দাবি


ঢাকায় বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলা’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলানীর উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। এসময় অবিলম্বে মির্জা ফখরুলকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

আজ রবিবার (২৯ অক্টোবর) নগরের সুবিদবাজার থেকে মিছিলটি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস‍্যসচিব আফসর খানের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘গতকাল ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের হরতাল আহবান করা হয়। আজ হরতালের সমর্থনে রাস্তায় বের হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এস এম জিলানীর উপর পুলিশের ন্যাক্কারজনক হামলা চালায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সদস‍্য বিমল দেবকে গ্রেপ্তার অত্যান্ত নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের শর্তহীন মুক্তি দাবি করছি।’


এএফ/১১