নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৩
০৭:৩২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২৩
০২:৩৯ পূর্বাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলাকালে দুপুরে নগরের ভাতালিয়া নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পংকী ছাড়াও সিলেটে হরতালে পিকেটিংকালে জামায়াত-বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
আটকদের মধ্যে তিনজন হলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্বাস।
বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জালালী পংকীকে আটকের বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, রবিবার দুপুরে মহানগরের ভাতালিয়াস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে।
এএফ/০৯