জিন্দাবাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২৯, ২০২৩
০৩:৩৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২৩
০৪:১৮ অপরাহ্ন



জিন্দাবাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া


বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের দিকে হরতালকারীরা ইট-পাটকেল ছুড়ে মারেন। এসময় পুলিশ তাদের দিকে রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশ এসময় সাউন্ড গ্রেনেডও বিষ্ফোরণ ঘটায়। এদিকে নগরের দরগাগেইট এলাকায় রিকশা ভাংচুর করেন পিকেটিংকারীরা। এর আগে সকাল সোয়া নয়টার দিকে নগরের জেলরোড পয়েন্টে ককটেল বিস্ফোরণ ঘটান বিএনপির নেতাকর্মীরা। 

জানা গেছে, নগরের বন্দরবাজার মহাজনপট্টি এলাকার গলি থেকে ২৫-৩০ জনের বিএনপির একটি মিছিল বের হয়ে জেল রোড পয়েন্ট আসে। সেখানে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পিকেটিং শুরু করেন। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকের নিক্ষেপ করেন। পরে মিছিল নিয়ে জেলরোডের দিকে চলে যান। 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নগরের তাতিপাড়া এলাকা থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী হঠাৎ করে হয়ে জিন্দাবাজার পয়েন্ট ও কাজি ইলিয়াস এলাকায় অবস্থান নেন। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন।  তবে পুলিশ তাদের ধাওয়া করে সরিয়ে দেয়। এসময় বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পিকেটিংকারী একজনের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে পুলিশ ।

গতকাল শনিবার রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আজ রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

হরতালকে কেন্দ্র করে ভোর থেকেই নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে তারা প্রস্তুত। নগরে যানবাহন চলাচল সাধারণ দিনের তুলনায় অনেক কম। হরতালকে সফল করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করছেন। 

দেখা গেছে- সিলেটে ভোর থেকে নিয়মিত পুলিশের পাশাপাশি বিশেষ টিম ‘ক্রাইসিস রেন্সপন্স টিম- সিআরটি’ রয়েছে মাঠে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ বাহিনী রয়েছে মাঠে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার) পিপিএম বলেন, ‘সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা কঠোরভাবে তা দমন করবো। আজ ভোর থেকে আমাদের মোবাইল টিম, সিআরপি ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি।


এএফ/০৪