সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩
০৩:৩৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২৩
০৩:৩৯ পূর্বাহ্ন
রোটারী ক্লাব অব সিলেট সানশাইনের অ্যাওয়ার্ড প্রদান, ফ্যামেলি ডে এবং ডিজি অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৮ অক্টোবর) সিলেটের ফেঞ্চুগঞ্জে বারাকা পাওয়ার প্ল্যান্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমপর্বে প্রধান অতিথি ছিলেন রোটারীর ডিষ্ট্রিক্ট গভর্ণর- রোটারিয়ান প্রকৌশলী মতিউর রহমান।
ক্লাব সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাস্ট লেডি পিপি রোটারিয়ান সামিনা রহমান, এরিয়া অ্যাডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ এবং জোনাল কোঅর্ডিনেটর রোটারিয়ান কাওসার হোসেন শাহীন প্রমুখ।
প্রধান অতিথি জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, রোটারি ক্লাব পরিবেশ সংরক্ষণসহ ৭টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তিনি পরিবেশ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাণিজ্যিকীকরণ না করে পরিবেশ রক্ষায় সরকারসহ সকলকে মনোযোগী হওয়ার জন্য আহবান জানান। সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে রোটারি বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
দ্বিতীয়পর্বে ২০২১-২২ বর্ষের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২১-২২ এর সভাপতি ও বর্তমান জোনাল সেক্রেটারি মো. সাহিদুল হক সোহেল।
২০২১-২২ সেক্রেটারি ও বর্তমান ক্লাব প্রেসিডেন্ট ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে নানা অবদানের জন্য ক্লাবের সদস্যদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সভাপতি পিপি রোটারিয়ান এনামুল কুদ্দুস চৌধুরী, রোটারী ইন্টারন্যশনাল ডিষ্ট্রিক-৩২৮২-এর ডেপুটি গভর্ণর পিপি রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, সাবেক ডেপুটি গভর্ণর পাস্ট প্রেসিডেণ্ট রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম, এবি ব্যাংক উপশহর শাখার ম্যানেজার পিপি রোটারিয়ান গউস মইন উদ্দিন হায়দার,পাষ্ট জোনাল সেক্রেটারি প্রাইম ব্যাংকের সিলেট শাখার ম্যানেজার রোটারিয়ান মোহাম্মদ হানিফ, রিপাবলিক ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেণ্ট- আইপিপি মাহবুবুর রহমান চৌধুরী, প্রাইম ব্যাংকের তাজপুর শাখার ম্যানেজার পিপি রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান এইচ,আর চৌধুরী রিয়াদ, পিপি রোটারিয়ান হেলাল উদ্দিন আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট আকমামুল হক, রোটারিয়ান আনোয়ারুল হক এবং রোটারিয়ান হাসিব সহ সকল রোটারিয়নদের পরিবারবর্গ।
এএফ/২২