জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৩
০৭:১৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২৩
০৮:৩৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৮০ বোতল মদ ও ১২ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে৷
পুলিশ সূত্র জানা গেছে, আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপ পরিদর্শক(এসআই) মুহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সিলেট তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার সময় ১২বস্তা চিনিসহ ১ জনকে আটক করা হয়৷ আটককৃত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের নূর উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৪)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৮০ বোতল মদ এবং ১২বস্তা চিন সহ ১জনকে আটক করা হয়েছে ৷ পৃথক দুটি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ৷
আরকেএস-০১/এএফ-০৭