সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী: পরিকল্পনামন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২৩
০৭:১২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২৩
০৭:১৮ পূর্বাহ্ন



সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী: পরিকল্পনামন্ত্রী


সিলেটকে আঞ্চলিক রাজধানী আখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।’ এসময় তিনি আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ফটো সাংবাদিকদের একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। কোনো কোনো ছবি হৃদয়ে ভীষণ দাগ কাটে, কথা বলে। ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই, ছবির মাধ্যমে  ইতিহাস জানতে পারি।’

আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায়  সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ 'লেন্স'র মোড়ক উন্নোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক উন্নয়নে বিশ্বাসী। তিনি প্রথম উন্নয়নের মাধ্যমে সবার চোখ গ্রামের দিকে নিয়ে গেছেন। আমাদের দুই নেতাই আপামর জনতার জন্য কাজ করেছেন। একজন হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং  অন্যজন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার সমতুল্য কেউ নেই। তাঁর নেই কোনো অহংকার। আর এসবই ছবির মাধ্যমেই এসব তুলে ধরেন ফটোসাংবাদিকরা।

পরিকল্পনামন্ত্রী বলেন, সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী। আর সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।

বিপিজেএ-এর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফসলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ‍্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট প্রেসক্লাবের সভাপতি  সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাক'র সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী, জেষ্ঠ্য সাংবাদিক আল আজাদ, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিপিজেএ-এর কার্যনির্বাহী সহসাধারণ সম্পাদক শাহীন আহমেদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য।


এএফ/০২