নগরের সম্প্রসারিত অংশের ৪ ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২৩
০৬:৩২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২৩
০৬:৩৪ পূর্বাহ্ন



নগরের সম্প্রসারিত অংশের ৪ ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশের নবগঠিত ওয়ার্ডগুলোতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কমিটি গঠনে জোর দিয়েছে সিলেট মহানগর বিএনপি। এর ধারাবাহিকায় নবগঠিত ওয়ার্ডগুলোর মধ্যে ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। 

সোমবার (২৩ অক্টোবর) রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে সিসিকের নবগঠিত ওয়ার্ডগুলোর মধ্যে উল্লেখিত ৪টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।

আগামী ১ মাসের মধ্যে পাড়া কমিটি সম্পন্ন করে মহানগর বিএনপিকে অবহিত করার জন্য অনুমোদিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিকে নিদের্শনা দেওয়া হয়েছে।

 নবগঠিত ৪টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন-

৩৬নং ওয়ার্ড : আহ্বায়ক কাজী মুহিবুর রহমান, সদস্য হলেন- এম এ রহিম, আল মামুন খান, মুজিবুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, মো: জমির উদ্দিন, অধ্যাপক মঈন উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, মঈনুল ইসলাম, খবির আহমদ নুনু, মনসুর আহমদ লালা, ইউনুস আলী ও মুজিবুর রহমান লালন।

৩৭নং ওয়ার্ড: আহ্বায়ক মোঃ চাঁন মিয়া বাচ্চু, সদস্য হলেন- মো: রাজু মিয়া, মো: ইউনুছ আলী, মো: তৈমুর রহমান, মো: কাহির মিয়া, রাশেদুল ইসলাম, আব্দুল আজিজ, মো: আব্দুস সাত্তার, মো: সিব্বির আহমদ, মো: ফারুক মিয়া, মো: রুবেল মিয়া, সাব্বির আহম্মদ জামিল ও মো: বাদশা মিয়া।

৩৮নং ওয়ার্ড : আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহজাহান, সদস্য হলেন- মো: রিয়াজ আহমদ সুমন, মো: মাসুক উদ্দিন, মো: আবু তালিব, মো: ওয়ারিছ আলী, মো: করিম উল্লাহ, মো: শামীম আহমদ, মো: আব্দুল গফুর, মো: মুরাদ হোসেন, মো: বাবুল আহমদ বাবুল, মো: সুলতান আহমদ, মো: নুরুল হক ও মো: মুন্না।

৩৯নং ওয়ার্ড : আহ্বায়ক আলী আহমদ, সদস্য হলেন- এনামুল হোসেন মেম্বার, ফখর উদ্দিন, জহির উদ্দিন, হাফিজুর রহমান মেম্বার, আব্দুল মালেক মেম্বার, নজরুল ইসলাম নজর, আব্দুছ ছালাম, এনাম হোসেন শিপন, আব্দুল মমিন, আলমগীর হোসেন দুদু, ফজল আহমদ ও মো: ফরিদ উদ্দিন।


এএফ/০২