স্বামীর জন্য ভোটের মাঠে এমপি হাবিবের স্ত্রী জ্যোছনা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২৩
০৫:২০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২৩
০৫:২০ পূর্বাহ্ন



স্বামীর জন্য ভোটের মাঠে এমপি হাবিবের স্ত্রী জ্যোছনা


স্বামীর জন্য ভোট চেয়ে মাঠে নেমেছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের স্ত্রী জ্যোছনা হাবিব। শুক্রবার (২০ অক্টোবর) দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নে মহিলাদের নিয়ে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।

এ সময় জ্যোছনা হাবিব বলেন সিলেটে ৩ আসনে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করেছে। আমার স্বামী উপ নির্বাচনে নির্বাচিত হয়ে এলাকাবাসীর দাবী পুরণে কাজ করছেন। তিনি আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পুনরায় এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। 

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সুরন্জিত সেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেদানা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা বেগমসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এএন/০২/২১১০২৩