গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৩
০৩:৩৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২৩
০৩:৩৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে মোটরসাইকেলের ধাক্কায় হেলু মিয়া (৪৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলু মিয়া লক্ষণাবন্দ ইউনিয়নের মোল্লা টিকর গ্রামের জাবিদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল ৫টার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মোটরসাইকেল হেলু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান।
এফএমএ-১/এএফ