সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩
০৬:৪৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২৩
০৬:৪৮ পূর্বাহ্ন
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ ও বন্ধের দাবীতে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন উলামা ঐক্য পরিষদের ডাকে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের ধুপাগুল শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাদিমনগর ইউনিয়ন উলামা ঐক্যপরিষদের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা বিলাল আহমদ, সহ-সভাপতি মাওলানা শায়খ মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া খাঁন, মাওলানা বদরুল ইসলাম মাওলানা মুখতার আহমদ, হাফিজ মাওলানা আব্দুল মুমিন, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ওলীউর রহমান মাছুম, মাওলানা আব্দুল মজিদ নোমান, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা সাদিকুর রহমান হাফিজ মাওলানা জাহেদ আহমদ, মাওলানা আল আমীন, এবাদুর রহমান, মাওলানা ছায়েম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে এই গণহত্যা বন্ধ না করলে বিশ্ব মুসলিম জেগে উঠবে যার পরিণতির জন্য জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দ দায়ী থাকবে। বক্তারা মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা এবং মুসলমানদের আবাসভূমি ফিলিস্তিন উদ্ধার করতে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। নেতৃবৃন্দ ইসরাইলি সকল পণ্য বর্জন করার উদাত্ত আহ্বান জানান। পরে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
এএন/০৪/২০১০২৩