সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩
০৬:২৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২৩
০৬:২৭ পূর্বাহ্ন
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ-জোহর পৌরসভার কালিগঞ্জ বাজারে সর্বস্থরের তাওহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে কালিগঞ্জ বাজার জামে মসজিদের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় ইসরাইলি পণ্য বর্জনের দাবি জানান বক্তারা।
কালিগঞ্জবাজার জামে মসজিদের ইমাম মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে ও মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, মাস্টার ইমাদ উদ্দিন, সাবেক মেম্বার দবিরুল ইসলাম, বর্তমান মেম্বার শামীম আহমদ, মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল ছাত্তার, মাওলানা আব্দুল্লাহ, মুফতি মাওলানা মুশারফ হোসাইন, মুফতি মাওলানা আব্দুল মুমিন, ব্যবসায়ী এমএ রব, ইউসুফ আলী ও সংগঠক ফজল খান।
এএন/০২/২০১০২৩