সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৩
০৭:০৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২৩
০৭:০৩ পূর্বাহ্ন
শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ছোটমনি নিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ে উপ পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।
সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
অনুষ্ঠানে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, দেশিবিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর আদর্শ, তাঁর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে ১১ বছরের শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছিলো। কিন্তু দুষ্কৃতকারীরা সফল হয়নি। মানবিক চেতনাসম্পন্ন সকল মানুষ আজ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছোটমণি নিবাসের শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন। এসময় ছোটমনি নিবাসের উপ-তত্বাবধায়ক লাকী পুরকায়স্থসহ বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
এএন/০৭/১৯১০২৩