সিলেটে ন্যাশনাল ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৯, ২০২৩
০৩:৫৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২৩
০৪:২৮ পূর্বাহ্ন



সিলেটে ন্যাশনাল ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ন্যাশনাল ব্যাংক সিলেটের উদ্যোগে আর্থিক অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের সিলেট বিভাগের আঞ্চলিক প্রধান আহমেদ জুলকারনাইন মাসুম।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকালে ৪টায় নগরের জিন্দাবাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে এবং আয়োজক শাখার কর্মকর্তা সালমান রুশদীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিলেট শঞরের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতষ্ফুর্ত অংশগ্রহণে কর্মশালা একটি প্রাণবন্ত শিক্ষাযজ্ঞে রূপ নেয়।


শুরুতে প্রধান অতিথি আহমেদ জুলকারনাইন মাসুম, আর্থিক বিষয়ক অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা-২০২৩ এর উদ্বোধন করেন এবং দেশের বর্তমান আর্থিক অবস্থা ও ব্যাংকের সার্বিক সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বলেন, ‘আর্থিক অন্তর্ভূক্তি একটি দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করে এবং এ উদ্দেশ্যকে সামনে রেখে ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে সাধারণ জনগণের দোড়গোড়ায় পৌঁছাবে।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিক দৃষ্টিকোণ থেকে, আর্থিক স্বাক্ষরতা মানুষকে তাদের ব্যক্তিগত অর্থ পরিচালনা করতে এবং তা ব্যবস্থাপনা করতে শেখায় এবং একই সঙ্গে নিজেদের অর্জিত অর্থ নিয়ে ভবিষ্যত পরিকল্পনা করতে সহায়তা করে থাকে।’ 

সভাপতির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মুহিত বলেন, ‘ক্রমবর্ধমান প্রযুক্তির এই যুগে এসে বাংলাদেশের ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল পরিষেবার উত্থান হতে পারে অন্তর্ভূক্তকরণের অন্যতম পন্থা। যদি সেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে আর্থিক স্বাক্ষরতা প্রকল্পগুলোকে সঠিকভাবে কাজে লাগানো যায়।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক সাব্বির হাসান, সুবিধবাজার শাখার ব্যবস্থাপক মো. শামীম আহমদ, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক আবিদ মো. আব্দুল্লাহ চৌধুরী ও সিকদার টাওয়ার শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুল আলম। 




এএফ/১৪