সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২৩
০৭:০৬ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
আজ বুধবার (১৮ অক্টোবর) বাদ জোহর এ উপলক্ষে হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
বক্তব্যে তারা বলেন, ‘বাঁচার জন্য শেখ রাসেলের আর্তনাদ নিষ্ঠুর ঘাতকদের নির্মম বুলেটের আঘাত থেকে তাকে রক্ষা করতে পারেনি। কী অপরাধ ছিল তাঁর? তাঁর অপরাধ ছিল সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান।’ তারা বলেন, ‘জাতির পিতার কোন উত্তরাধিকারী যাতে জীবিত থেকে বাংলার মাটিতে স্বাধীনতার সপক্ষে নেতৃত্ব দিতে না পারে সেজন্য ঘাতকরা শিশু রাসেলকেও ৭৫-এর কালোরাতে নির্মমভাবে হত্যা করে। সকল শিশুর জন্য নিরাপদ ও শান্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে পারলেই শিশু রাসেলের আত্মা শান্তি পাবে।’
শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে ১৫ আগস্ট কালো রাতে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
এএফ/১৩