নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৩
০৪:১৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২৩
০৪:৩৩ অপরাহ্ন
সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। অতিমারি করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের এই দিন রাত সাড়ে আটটার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি এবং সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক ছিলেন। তিনি সিলেটের শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকতা ছাড়াও সুলেখক, ছড়াশিল্পী হিসেবেও তিনি সুনাম কুঁড়িয়েছিলেন। ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি ক্রিকেটার হিসেবে খেলেছেন সিলেটের প্রথম বিভাগ লিগে। সংগঠক হিসেবেও তাঁর সুনাম ছিল।
মৃত্যুর আগে পর্যন্ত সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্ব পালন করে গেছেন সদা হাস্যজ্জ্বল আজিজ আহমদ সেলিম।
এএফ/০৮