সিলেটে ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২৩
০৩:৫২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২৩
০৩:৫২ পূর্বাহ্ন



সিলেটে ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু


সিলেট নগরের দক্ষিণ সুরমায় একদিনের ব্যবধানে ফের ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন (৪৫) । তিনি মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁওয়ের কটু মিয়ার ছেলে।

সিলেট রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

 জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে সুমন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এএফ/১৬