শাবিপ্রবিতে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ১৮, ২০২৩
১২:৩১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২৩
০৩:২০ অপরাহ্ন



শাবিপ্রবিতে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে। জাপানী বিজ্ঞানীদের সহায়তায় এই স্টেশনটি স্থাপন করা হয়।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর সম্মেলন কক্ষে এ আবহাওয়া স্টেশন উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শাহনাজ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে জাপানের কাগাওয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. তরু থেরাও এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক ও জাইকার এক্সপার্ট ড. মরিমাসা সুডা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আবহাওয়া ও জলবায়ু বর্তমান বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আবহাওয়া ও জলবায়ুর পরিমাপক ব্যবস্থা খুবই জরুরী। আজকের দিনটি আমাদের জন্য বিশেষ।

তিনি বলেন, জাপানের পড়াশোনা পদ্ধতি গবেষণাভিত্তিক। জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের দেশের এক্সপার্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এই আবহাওয়া স্টেশন মাইক্রো ক্লাইমেট বিষয়ক গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এ বিষয়ে ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আবহাওয়া বিষয়ক যত খবর পাওয়া যাচ্ছে সবই ম্যানুয়ালি। ফলে এসব খবর সংগ্রহ করতে আমাদের পর্যাপ্ত জনশক্তি এবং সক্ষমতার ঘাটতি ছিল। তবে শাবিপ্রবিতে এ আবহাওয়া স্টেশন স্থাপনের মাধ্যমে আবহাওয়া সম্পর্কিত সকল তথ্য সয়ংক্রিয়ভাবপ পাওয়া যাবে, আর তা রেকর্ড হবে কম্পিউটারে। এতে সিলেট অঞ্চলের জলবায়ুর তাপমাত্রা, বায়ুর প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুর আদ্রতাসহ সকল তথ্য পাওয়া যাবে।

স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনটি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান ড. মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবিরের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ'তে স্থাপন করা হয়।


এইচএন-০২/এএফ-১১