নিজের মেধাকে বিকশিত করে বিশ্ব জয় করতে হবে

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২৩
০৬:০১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২৩
০৬:০১ পূর্বাহ্ন



নিজের মেধাকে বিকশিত করে বিশ্ব জয় করতে হবে
বিবিআইএস'র গ্রাজুয়েশন সিরিমনিতে অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস


ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইন্টারন্যাশনাল জিসিএসই গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে নগরের জেলরোডস্থ একটি হোটেলের কনফারেন্স হলে এই গ্রাজুয়েশন সিরিমনির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এক্সিকিউটিভ ডাইরেক্ট কয়ছর জাহান কয়ছর। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও বিবিআইএস পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ বলেন, শুধু অ্যাকাডেমিক বিষয়ে আটকে না থেকে সব বিষয়ে পড়াশোনা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করে বিশ্ব জয় করতে হবে। 

শিক্ষক সৈয়দ মেহেদী মাহবুব ও তানিয়া ফেরদৌসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিবিআইএসএর বোর্ড অব ডিরেক্টর মো. শফিক উদ্দিন, মাওলানা এ কাদির খান ও সৈয়দ সাইফ আহমদ, চিফ অ্যাকাউন্টেন্ট এন্ড এডভাইজার মুহতাসিমা কাওসার এবং চিফ কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল নাহিয়ান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক বিজিত দেব রায়। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ এ.কে মাহমুদুল হক, সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার, শিক্ষার্থী আফসানা উদ্দিন, তৌহিদা, ফারহা তাসনিম তানিশা। ভেলিডেকটেরিয়ানের বক্তব্য রাখেন, তাহিয়া উদ্দিন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মো. আলাউর রহমান। শিক্ষক প্রিয়াংকা দেব ও রাহুল পদ দে সরকারের তত্ত্বাবধানে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। 

উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক নাজভীন আক্তার, তাহমিনা শফিক। এছাড়াও কলেজের সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক সহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, সিনিয়র শিক্ষক মো. সুমন আল মাহমুদ। 

এএন/০৭/১৭১০২৩