অচিরেই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২৩
০৫:২০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২৩
০৫:২০ পূর্বাহ্ন



অচিরেই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে
জাতীয়তাবাদী কৃষক দলের সভায় হাসান জাফির তুহিন


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর এর ৩২, ৩৩ ও ৩৫নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গত ১৩ অক্টোবর শুক্রবার রাতে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

মো. সোজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন  সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবীর শাহীন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য সম্পাদক হাবীবুর রহমান হাবীব, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম. জহুরুল ইসলাম মখর, জেলা যুব দলের সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দীন, সদর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ইজ্জাদ আহমদ।

সিলেট জেলা যুবদল নেতা খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শাহ আলম, সদস্য খয়ের আহমদ, ৩২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, যুবদল নেতা জুম্মান আহমদ, ইউসুফ মিয়া, সদর উপজেলা যুবদল সদস্য শায়েল আহমদ, বিএনপি নেতা ছিদ্দেক আলী, সাইফুল ইসলাম তারা, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন শাহজাহান, দুলাল আহমদ, আব্দুল মন্নান, মনা, সঞ্জব আহমদ, আব্দুর রহমান, খুরশেদ আহমদ, আজিজুল হোসেন, মুশন আহমদ, যুবদল নেতা সৈয়দ আহমদ, ছাত্রদল নেতা কয়েছ আহমদ, নোমান আহমদ, হোসেন মাহমুদ পুষ্প, আব্দুল হান্নান, আব্দুর রব, শামীম আহমদ, মোস্তাক আহমদ আফজল।

সভায় সর্বসম্মতিক্রমে মো. সোজাদ মিয়াকে আহবায়ক ও মশিউর রহমান বিল্লালকে সদস্য সচিব করে ৩২নং ওয়ার্ড, মো. আব্দুল্লাহকে আহবায়ক ও মো. সামাদ মিয়াকে সদস্য সচিব করে ৩৩নং ওয়ার্ড এবং তুষার আহমদ কয়েছকে আহবায়ক ও মো. মাশুক মিয়াকে সদস্য সচিব করে ৩৫নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, অচিরেই আওয়ামী বাকশালী হাসিনার সরকারের পতন হবে। আন্দোলনকে জোরদার করতে জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। 

এএন/০৪/১৭১০২৩