সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৩
০১:৩৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২৩
০৪:৫৪ পূর্বাহ্ন
সিলেটের সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) বিজনেস ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ‘বিজনেস কুইজ কম্পিটিশন-২০২৩’ শুরু হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়।
![]()
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। এছাড়া সহকারী অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন নূর জাহান শিমু, মো. আমির হোসেন, ইশরাত শারমিন লিসা ও সামিহা সানজানা।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। আগামী বুধবার এনইইউবি বিজনেস ক্লাবের এ প্রতিযোগিতার সমাপণী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এএফ/১৯