সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৩
০১:৩৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২৩
০৪:৫৪ পূর্বাহ্ন
সিলেটের সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) বিজনেস ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ‘বিজনেস কুইজ কম্পিটিশন-২০২৩’ শুরু হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। এছাড়া সহকারী অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন নূর জাহান শিমু, মো. আমির হোসেন, ইশরাত শারমিন লিসা ও সামিহা সানজানা।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। আগামী বুধবার এনইইউবি বিজনেস ক্লাবের এ প্রতিযোগিতার সমাপণী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এএফ/১৯