সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৩
০৫:০৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২৩
০৫:২৪ পূর্বাহ্ন
রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে এবং আব্দুল মতিন চৌধুরী স্মৃতি পরিষদের পৃষ্ঠপোষকতায় সিলেটে চিকনগুনিয়া ও ডেঙ্গুবাহিত রোগের প্রতিকার শীর্ষক আলোচনা সভা ও প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
নগরের শাহ ওলীউল্লাহ মাদ্রাসায় এ মানবিক কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি উপস্থিত ছিলেন পিডিজি শহীদ আহমদ চৌধুরী, পিডিজি এম আতাউর রহমান পীর, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খানসহ রোটারি ক্লাব অব সিলেট এবং সংশ্লিষ্ট মাদ্রাসার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ রোটারিয়ান ড. তোফায়েল আহমেদ, রোটারি ক্লাব অব সিলেটের ডেপুটি গভর্ণর পিপি ফাহিম আহমদ চৌধুরী, শাহ ওলীউল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির।
![]()
কর্মসূচি সফলে অক্লান্ত পরিশ্রম করায় রোটারিয়ান মো. সাবের চৌধুরী এবং তাঁর সহধর্মীনি রেজওয়ানা ফেরদৌস চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানান সংশ্লিষ্টরা।
এএফ/০৩