গোলাপগঞ্জে এ ওয়াহাব প্লাজা মার্কেটের নির্বাচন সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৫, ২০২৩
০৭:৪৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২৩
০৭:৪৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে এ ওয়াহাব প্লাজা মার্কেটের নির্বাচন সম্পন্ন
সভাপতি ইলিয়াছ, সম্পাদক মামুন

গোলাপগঞ্জের পৌর শহরে অবস্থিত অভিজাত মার্কেট এ ওয়াহাব প্লাজার ব্যবসায়ীদের নির্বাচন সম্পন্ন। নির্বাচনে সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত  ও সাধারণ সম্পাদক মামুন আহমদ নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯থেকে নিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর এ ফলাফল ঘোষণা করেন পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেল।

নির্বাচনে ৮৩জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ইলিয়াছ বিন রিয়াছত ৪৭ ভেট পেয়ে নিয়ে র্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুহেদুর রহমান সুহেদ পেয়েছেন ৩৪ ভোট। সহসভাপতি পদে জয়নাল আহমদ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবের আহমদ পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মামুন আহমদ ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত পেয়েছেন ৩৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থীর সমান ভোট হওয়ায় লটারীর মাধ্যমে আবুল কাশেম র্বাচিত হয়। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ও কোষাধ্যক্ষ পদে তারেক আহমদ সিলেকশনে নির্বাচিত হন। 

সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত এ ওয়াহাব প্লাজা মার্কেটের সভাপতি ছাড়াও তিনি নিরাপদ সড়ক চাই ( নিসচা)'র গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আল্লামা রিয়াছত আলী (র.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দায়িত্ব পালনে  তিনি সকলের কাচে দোয়া প্রার্থী।

এএন/০৬/১৫১০২৩