সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩
০৬:১৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৩
০৬:১৬ পূর্বাহ্ন
লিডিং ইউনিভার্সিটিতে সিএসই ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল চ্যাপ্টার-২ শুরু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক কার্নিভালের উদ্বোধন করেন। উদ্বোধনের পর সিএসই বিভাগের শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদর্শন করেন।
এ সময় প্রধান অতিথি বনমালী ভৌমিক বলেন, সিএসই কার্নিভালসহ এই জাতীয় সকল প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ায় এবং লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনে। এধরনের প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং এ জন্য তিনি সিএসই বিভাগ এবং লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবকে ধন্যবাদ জানান।
দুদিনব্যাপী অনুষ্ঠানে থাকছে ন্যাশনাল হ্যাকাথন কন্টেস্ট, ইনট্রা ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট, গেইমিং কন্টেস্ট এবং আইসিটি কুইজ কন্টেস্টসহ আকর্ষণীয় কিছু আয়োজন। এর পাশাপাশি ৩টি টেকনিক্যাল সেশনেরও আয়োজন করা হয়েছে বিখ্যাত টেকনোলজি এক্সপার্টদের নিয়ে।
এইবারের ন্যাশনাল হ্যাকাথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২টি দল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১৯টি দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি এবং আরও বেশ ক’টি নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আরাফাত হাবীব কোরেশীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া সুলতানা, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান।
এএন/০১/১৫১০২৩