সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৩
১০:৩৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
১০:৩৯ অপরাহ্ন
সিলেট মহানগরীর কাজিরবাজার এলাকার একটি ছড়া থেকে ফারহান আহমেদ (০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
ফারহান কাজিরবাজার এলাকার আফসার মিয়া কলোনিতে বসবাস করত। তার বাবার নাম আনোয়ার মিয়া।
জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় ফারহান। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়ায় ফারহানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএফ/০৯