সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৩
০৭:০৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
০৭:০৪ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে ও সিলেট জেলা ও মহানগর যুবদলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দোয়া
মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম নাচন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, আখতার আহমেদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান নেসার, লিটন আহমেদ, কয়েস আহমেদ, রায়হান আহমেদ, জামিল আহমেদ, এনামুল হক চৌধুরী শামীম, এহতেশামুল হক সবুজ, আমিনুল ইসলাম আমিন, এস,এম পলাশ, সুচিত্র চৌধুরী বাবলু, নাজিম উদ্দীন পান্না, বেলায়েত হোসেন মোহন, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান হাফিজুর রহমান (টিপু), ছাত্রদল নেতা মাসরুর রাসেল, আব্দুস সালাম টিপু, তানিমুল ইসলাম তানিম ও আবু বকর সিদ্দিক প্রমূখ।
মাহফিলে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি আব্দুর রহিম এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সিলেটবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এএন/০৫/১৪১০২৩