মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের বার্ষিক উৎসবের ২য় দিনের অনুষ্ঠান সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৪, ২০২৩
০৫:৪৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
০৫:৪৮ পূর্বাহ্ন



মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের বার্ষিক উৎসবের ২য় দিনের অনুষ্ঠান সম্পন্ন


মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩০ বঙ্গাব্দ কর্তৃক উৎসবের দ্বিতীয় দিনে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। নগরের মীরাবাজার শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায়  শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল।

এ সময় তিনি বলেন, বৃত্তি প্রদান করা একটি মহতী কার্যক্রম। এসব কার্যক্রম গ্রহনের মধ্য দিয়ে সমাজে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা যায়। তিনি পূণার্থীদের অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান। 

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী স্বপন চক্রবর্ত্তী, সহ সভাপতি শিলা চৌধুরী ও বিনয় ভুষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিতা জয়সওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, পরিষদের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের অব. ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, পরিষদের যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বৃত্তি পরিচালনা উপ কমিটির আহবায়ক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস।

এর আগে সকালে রক্তদান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আহবায়ক ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব অরুন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, পরিষদের উপদেষ্টা জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের অব. ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ, সভপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস প্রমূখ।

সকাল ১০টায় শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতার আহবায়ক অশোক রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন। 

গীতা পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীহট্ট গীতা মন্দিরের আ্চার্য্য বিনীত কুমার চক্রবর্ত্তী, মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা দেবজ্যোতি মজুমদার রতন।

বিকাল ৩টায় নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার আহবায়ক কবি বিনতা দেবীর সভাপতিত্বে ও সদস্য সচিব অসিত সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন কবি পুলিন রায়, কবি সঞ্জয় নাথ সঞ্জু।

বিকাল ৪টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক কবি সুমন বণিকের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি বিমান তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কবি সৌমিত্র দেব টিটু। বিশেষ অতিথি ছিলেন কবি পুলিন রায়, ছড়াকার অজিত রায় ভজন। 

বিকাল ৫টায় নৃত্য প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক মৃণাল কান্তি চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দীপক কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিটি কাউন্সিলর এ.বি.এম জিল্লুর রহমান উজ্জ্বল ও মোছা. হাজেরা বেগম। 

এএন/০৩/১৪১০২৩