সম্মিলিত নাট্য পরিষদের ৪০তম বর্ষপূর্তির লগো উন্মোচন ও ঈর্ষা নাটকের মঞ্চায়ন আজ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৩, ২০২৩
০৭:২৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২৩
০৭:২৭ অপরাহ্ন



সম্মিলিত নাট্য পরিষদের ৪০তম বর্ষপূর্তির লগো উন্মোচন ও ঈর্ষা নাটকের মঞ্চায়ন আজ


সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর গৌরবের চল্লিশ বছর উদযাপনের অংশ হিসেবে কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে আজ শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে নাটক ‘ঈর্ষা’। দেশের সুনামধন্য নাট্যদল ‘প্রাঙ্গণেমোর ঢাকা’ ও ‘গ্রীণরুম থিয়েটার’ প্রযোজনা দেশের অন্যতম আলোচিত ‘ঈর্ষা’ কাব্যনাট্য মঞ্চায়ন হবে।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন অন্যতম অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা।

নাটক মঞ্চায়ন পূর্বে সন্ধ্যা ছয়টায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর  গৌরবের চল্লিশ বছর উদযাপন লগো উন্মোচন  ও ওয়েবসাইট প্রকাশ করা হবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের নাটক দেখা ও লগো উন্মোচন আয়োজনে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন। 


এএফ/০৬