সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩
০৯:৫৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২৩
০৫:১৮ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের উদ্যোগে নগরের উপশহর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপশহর এ ব্লকের তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল নিরাপদ খাবার পানি নিশ্চিতে ২টি পানির ফিল্টার প্রদান, দুটি সিলিং ফ্যান, বিদ্যালয় প্রাঙ্গণে বাহারি ফুল ও ফলজ গাছ রোপন এবং ডেঙ্গ প্রতিরোদে বড় ক্লাসে লিফলেট বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ফারুক আহমদ, ফাহিম আহমদ চৌধুরী পিপি, মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম পিপি, মোহাম্মদ শহীদুল হক পিপি, এম. আনোয়ারুল হক, আকমাম আকমাম, মনি হায়দার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকশানা বেগম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য অলি প্রমুখ।
এএফ/০৬