সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩
০৮:০৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২৩
০৮:০৭ পূর্বাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় বিল্ডিং নির্মাণ, অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার্থীদের মধ্যে বই ও উপবৃত্তি প্রদান করে যাচ্ছে। শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের কর্মী হিসেবে দক্ষিণ সুরমার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে দক্ষিণ সুরমার কৃতি সন্তান জুয়েল আহমদ। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিখানা, রাস্তঘাট নির্মাণ কাজে সহযোগিতা, অসুস্থদের চিকিৎসা সেবা ও দলের নেতা-কর্মীদের সুখে দুঃখে পাশে থেকে বিগত করোনা ও বন্যাকালীন সময়ে মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। নাসির উদ্দিন খাঁন সরকারে পাশাপাশি এলাকার উন্নয়নে জুয়েল আহমদের মতো সকল রেমিট্যান্স যোদ্ধাদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি ছাত্রছাত্রীদের লেখাপড়া মনোযোগী হতে এবং শিক্ষকদের পাঠদানে দায়িত্বশীল হওয়ার আহবান জানান। স্কুলের উন্নয়নে জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন নাসির উদ্দিন খাঁন।
বুধবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ জুয়েল আহমদের পক্ষ থেকে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য নগদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক মল্লিক, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, জেলা যুবলীগের সদস্য জাকারিয়া উল হক, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা রুহেল মিয়া, ইউপি সদস্য ফজির আলী, বাবুল মিয়া, শিক্ষা অনুরাগী শফি আহমদ খান।
স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক মানিক মিয়া, সাধারণ সম্পাদক এনাম আহমদ রনি, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ রাইয়ান, দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাম রাজিব ভট্টচার্য্য, যুগ্ম সম্পাদক রাম রুপম ভট্টাচার্য্য, ছাত্রলীগ নেতা হাসান আহমদ, ফখরুল ইসলাম বাপ্পি, তাওহীদ আল হাসান, মনোয়ার আহমদ, হোসেন আহমদ, জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুসেন আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র আরিফ আহমদ।
শেষে প্রধান অতিথি জুয়েল আহমদের পক্ষে নগদ ৩ লক্ষ টাকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির হাতে তুলে দেন।
এএন/০৮/১২১০২৩